সাধারণ সভা এবং পুনর্মিলন ২০২০ এর মুলতবি ঘোষনা
প্রিয় গ্রেটার খুলনা কমিউনিটি জাপান এর সম্মানিত সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। অতন্ত দুঃখের সাথে জানাছি যে, আগামী ১৯সে ডিসেম্বর, ২০২০ নির্ধারিত সাধারণ সভা ও পনুরমিলনী, টোকিও সহ জাপানের COVID-19 এর বর্তমান পরিস্থিতির কথা বিবেচনা করে পরিত্যাক্ত ঘোষণা করছি। আপনারা অনেকে অক্লান্ত পরিশ্রম করেছেন , আপনাদের সবার কাছে ক্ষমা প্রার্থনা করছি। পরিস্থিতি স্বাভাবিক হলে আবারো আমরা মিলিত হতে পারবো ইনশাআল্লাহ। সবাই নিজের এবং পরিবারের স্বাস্থ্য সুরক্ষা করবেন, সাবধানে থাকবেন। সবার সুস্বাস্থ্য ও সুস্থতা কামনা করছি। ধন্যবাদান্তে গুল মোহাম্মদ ঠাকুর সভাপতি গ্রেটার খুলনা কমিউনিটি জাপান মোঃ মাসুদুর রহমান .সাধারণ সম্পাদক গ্রেটার খুলনা কমিউনিটি জাপান