সংগঠনের সদস্য / সদস্যা হওয়ার নিয়মাবলী:
অনুচ্ছেদ ৪। সংগঠনের সদস্য / সদস্যা হওয়ার নিয়মাবলী
গ্রেটার খুলনা কমিউনিটি জাপানের দুই ধরণের সদস্য/সদস্যা থাকবেন। (ক) সাধারণ সদস্য / সদস্যা (খ) অনারারী সদস্য / সদস্যা
ধারা ৪ ক - সাধারণ সদস্য / সদস্যা
জাপানে বসবাসরত বৃহত্তর খুলনা অঞ্চলের যে কোন অধিবাসী, গ্রেটার খুলনা কমিউনিটি জাপান এর সদস্য ফর্ম পুরণ এবং নিবিন্ধন ফি পরিশোধ করে প্রাথমিক সদস্য/সদস্যা হতে পারেন। প্রাথমিক সদস্য/সদস্যা পদ গ্রহণ করার পর সংগঠনের নিয়মাবলী মেনে কমপক্ষে ছয় মাস নিয়মিত মাসিক চাঁদা পরিশোধ করলে তিনি সাধারণ সদস্য/সদস্যা হওয়ার জন্য বিবেচিত হবেন। ব্যক্তিগত আচার-আচরণ, সংগঠনের প্রতি একনিষ্ঠতা, সাংগঠনিক কার্যক্রমে উপস্থিতির হার ইত্যাদি বিবেচনা করে, প্রাথমিক সদস্য/সদস্যাকে কার্যনির্বাহী পরিষদের সভায় সাধারণ সদস্য/সদস্যা হিসাবে তালিকাভুক্তির সিদ্ধান্ত গ্রহণ করা হবে ও পরবর্তীতে তা সাধারণ সভায় অনুমোদিত হবে।
ধারা ৪ খ - অনারারী সদস্য / সদস্যা
সংগঠনের সাধারণ সদস্য/সদস্যার পরিবার-পরিজন, আত্মীয়-সজন, বন্ধু-বান্ধব (যারা বৃহত্তর খুলনা অঞ্চলের অধীবাসী নন) কিংবা গ্রেটার খুলনা কমিউনিটি জাপানের প্রতি বন্ধু ভাবাপন্ন যে কোন স্বদেশী বা বিদেশী নাগরিক এই সংগঠনের অনারারী সদস্য / সদস্যা হতে পারবেন। অনারারী সদস্য/সদস্যাগন সংগঠনের কার্যনির্বাহী পরিষদ তথা সংগঠনের কোন নির্বাচনে ভোট দিতে পারবেন না বা প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না।