খবর

Postponement of General Meeting and Reunion 2020

সাধারণ সভা এবং পুনর্মিলন ২০২০ এর মুলতবি ঘোষনা

প্রিয় গ্রেটার খুলনা কমিউনিটি জাপান এর সম্মানিত সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। অতন্ত দুঃখের সাথে জানাছি যে, আগামী ১৯সে ডিসেম্বর, ২০২০ নির্ধারিত সাধারণ সভা ও পনুরমিলনী, টোকিও সহ জাপানের COVID-19 এর বর্তমান পরিস্থিতির কথা বিবেচনা করে পরিত্যাক্ত ঘোষণা করছি। আপনারা অনেকে অক্লান্ত পরিশ্রম করেছেন , আপনাদের সবার কাছে ক্ষমা প্রার্থনা করছি। পরিস্থিতি স্বাভাবিক হলে আবারো আমরা মিলিত হতে পারবো ইনশাআল্লাহ। সবাই নিজের এবং পরিবারের স্বাস্থ্য সুরক্ষা করবেন, সাবধানে থাকবেন। সবার সুস্বাস্থ্য ও সুস্থতা কামনা করছি। ধন্যবাদান্তে গুল মোহাম্মদ ঠাকুর সভাপতি গ্রেটার খুলনা কমিউনিটি জাপান মোঃ মাসুদুর রহমান .সাধারণ সম্পাদক গ্রেটার খুলনা কমিউনিটি জাপান

download