News

পিকনিক ২০২২

গ্রেটার খুলনা কমিউনিটি জাপান 
পিকনিক ২০২২ 
সম্মানিত সুধী ,
আগামী ২৩ শে অক্টোবর ২০২২,গ্রেটার খুলনা কমিউনিটি জাপান এর পিকনিক ও মিলন মেলার আয়োজন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে | অংশগ্রহণকারী সদস্যদের চাঁদা
¥১ ,০০০, বাচ্চাদের কোন চাঁদা লাগবেনা | আমাদের এই কমিটি প্রায় ৩ বছর হতে চললো, বৈশ্বিক দুর্যোগের কারণে আমাদের বড় কোন আয়োজন করা সম্ভব হয়নি | এই সময়ের মধ্যে বৃহত্তর খুলনার অনেক নতুন মুখ জাপানে এসেছে , তাদেরকেও আমাদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানাতে চাই, তাই আপনাদের সবার কাছে অনুরোধ আপনাদের পরিচিত এমন কেউ থেকে থাকলে তাদের সপরিবারে অংশ গ্রহণের অনুরোধ জানাবেন সেই সাথে আপনি ও আপনার পরিবারের সবাই আসবেন | এই মিলন মেলায় আমরা নুতন ও পুরাতন সবার সাথে পরিচিত হয়ে একটা সুন্দর খুলনা গড়ে তোলার লক্ষ্যে আমাদের পরবর্তী কর্মসূচি, করণীয়, সাধারণ সভা ইত্যাদি বিষয়ে মতামত নিয়ে আলোচনা করব | 
অনুগ্রপূর্বক আগত লোক সংখ্যা ভাইবার গ্রুপে জানিয়ে দিলে খাবার এর আয়োজন সঠিক ভাবে করতে পারবো ইনশাআল্লাহ | সবার আন্তরিক অংশগ্রহণ ও সহযোগিতা একান্ত ভাবে কামনা করছি |
আগামী ২৩ শে  অক্টোবর পিকনিকের বিস্তারিত অনুষ্ঠান সূচী : 

তারিখ : ২৩ শে  অক্টোবর ২০২২ 
স্থান : ইনাগে খাইগান কোয়েন 

(১) দুপুর ১২:০০ রেজিস্টার (এডাল্ট ¥১ ,০০০, বাচ্চা ¥০ )
(২) দুপুর ১২:৩০ শুভেচ্ছা বিনিময় 
(৩) দুপুর ১:৩০ খাবার 
(৪) দুপুর ২:০০ পরিচিতি ও আলোচনা অনুষ্ঠান 
(৫) বিকাল ৪:০০ গান / গল্প 
(৬) বিকাল : ৫:০০ বিকালের  নাস্তা 
(৬) সন্ধ্যা ৬ :০০ সমাপ্তি 
ঠিকানা : 
〒261-0003 Chiba, Mihama Ward, Takahama, 7 Chome−2, 稲毛海浜公園内
043- 279- 8440 

দেখা হবে , কথা হবে , সুন্দর একটা মিলনমেলার অপেক্ষায় |

অনুরোধক্রমে 

মনি ঠাকুর , সভাপতি 
গ্রেটার খুলনা কমিউনিটি জাপান

মাসুদুর রহমান , সাধারণ সম্পাদক 
গ্রেটার খুলনা কমিউনিটি জাপান